মণিপুরের স্মৃতি এখনও টাটকা। এরমধ্যেই একই ঘটনার পুনরাবৃত্তি এবার রাজস্থানে (Rajasthan)। আদিবাসী এক যুবতীকে মারধর করার পর, নগ্ন করে ঘোরানো হয়, যার ভিডিয়ো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিযোগ, স্ত্রী অন্য সম্পর্কে জড়িয়েছেন এই সন্দেহে উচিত শিক্ষা দিতে যুবতীকে বিবস্ত্র করে ঘোরান অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাজস্থানের প্রতাপগড় জেলায়।
এই ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।