Tata Air India : মহারাজা তোমারে সেলাম ! সরকারের ঘর থেকে আজ টাটার হাতে এয়ার ইন্ডিয়া

Updated : Jan 27, 2022 10:48
|
Editorji News Desk

দিনটা ছিল গত বছরের আট অক্টোবর। ভারতের বেসরকারি বিমান সংস্থা স্পাইসজেটকে (Spicejet) পিছনে ফেলে তাদের মহারাজকে (Maharaja) ঘরে ফিরিয়েছিল টাটা (Tata)। সরকারের থেকে ১৮ হাজার কোটি (18 core) টাকার বিনিময়ে এয়ার ইন্ডিয়াকে (Air India) কিনেছিল টাটা সন্স (Tata sons)। আজ বৃহস্পতিবার সবকিছু ঠিক থাকালে পাকাপাকি ভাবে টাটার হাতে তুলে দেওয়া হবে এয়ার ইন্ডিয়া। ঘরে ফিরবেন মহারাজা। 

বিমান সংস্থার এক আধিকারিকের দাবি, দ্রুত ক্লোজিং ব্যালান্স শিট চূড়ান্ত করে ফেলতে হবে— এই বার্তা সংশ্লিষ্ট কর্মীদের পাঠানো হয়েছে। এর পর সেই ব্যালেন্সশিট টাটা গোষ্ঠীর কাছে পাঠানো হবে। তারা পর্যালোচনা করে ফেরত পাঠানোর পরই ব্যালান্স শিট চূড়ান্ত করা হবে এবং বিমান সংস্থার পরিচালন ভার তাদের হাতে তুলে দেওয়া হবে।

স্বাধীনতার আগে ১৯৩২ সালে জে আর ডি টাটার হাতে এয়ার ইন্ডিয়ার জন্ম। তখন নাম ছিল টাটা এয়ারলাইন্স। ১৯৪৬ সালে সংস্থার নতুন নাম হয় এয়ার ইন্ডিয়া। ১৯৪৮ সালে ভারত থেকে প্রথম ইউরোপে উড়ান পরিষেবা শুরু হয়। ১৯৫৩ সালে নেহরু সরকার প্রথম এই সংস্থায় ৪৯ শতাংশের অংশীদারি নেয়। ১৯৭৭ সাল পর্যন্ত এয়ার ইন্ডিয়ার ডিরেক্টর ছিলেন জে আর ডি টাটা। 

আরও পড়ুন: প্রজাতন্ত্র দিবসের ফ্লাইপাস্টে যুদ্ধবিমানের ককপিট ভিউ, দেখে নিন রোমহর্ষক সেই ভিডিও

সরকারি ভাবে কবে এয়ার ইন্ডিয়ার পরিচালন ভার তুলে দেওয়া হবে তা নিয়ে নির্দিষ্ট করে ওই আধিকারিক কিছু বলেননি। তিনি বলেন, ‘‘কর্মীদের অভ্যন্তরীণ বার্তায় বলা হয়েছে দিন-রাত এক করে কাজ শেষ হবে। বুধবারের মধ্যে সমস্ত প্রক্রিয়া শেষ করতে হবে।’’ তাই মনে করা হচ্ছে বৃহস্পতিবার টাটা সন্স-এর কাছে এয়ার ইন্ডিয়ার পরিচালন ভার পাকাপাকি ভাবে হস্তান্তর করা হবে।

গত বছরের অক্টোবর মাসে এয়ার ইন্ডিয়ার ঘরের ফেরার কথা নিজেই টুইট করে জানিয়েছিলেন রতন টাটা। 

TataAir India

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক