অবশেষে বিলেতের সংগ্রহশালা থেকে দেশে ফিরতে চলেছে ছত্রপতি শিবাজির 'বাঘনখ'। সব কিছু ঠিক থাকলে আগামী নভেম্বর মাসেই ইংল্যান্ডের ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়াম থেকে মহারাষ্ট্রে ফিরিয়ে আনা হবে বহু লোককথা, কিংবদন্তির অংশ হয়ে ওঠা বাঘনখ।
১৬৫৯ সালে এই বাঘনখের সাহায্যেই মুঘল সেনাপতি আফজল খাঁকে পরাস্ত করেছিলেন শিবাজি। জানা যায়, দু'জনের বৈঠকের মাঝেই শিবাজির পিঠে ছুরি বসাতে চেষ্টা করেন আফজল খাঁ। কিন্তু বাঘনখের মাধ্যমে মুঘল সেনাপতিকে ভূপতিত করেন শিবাজি। প্রতাপগড় কেল্লার সামনে এই লড়াই কিংবদন্তি হয়ে রয়েছে। এই যুদ্ধ শিবাজির মারাঠা সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এই বাঘনখকে মারাঠাদের শৌর্যের প্রতীক বলেও মনে করেন অনেকে।
এই বছরটি শিবাজির রাজ্যাভিষেকের ৩৫০ তম বছর। মহারাষ্ট্রের সংস্কৃতি মন্ত্রী সুধীর মুনগান্তিওয়ার মঙ্গলবার লন্ডন যাচ্ছেন। সেখানে বাঘনখ ফেরানোর বিষয়ে মৌ সই করা হবে।
তবে বাঘনখও বিতর্কের ঊর্ধ্বে নয়। ঐতিহাসিল ইন্দরজিৎ সাওয়ান্ত জানিয়েছেন, ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামের ওয়েবসাইট অনুযায়ী, শিবাজি এই বাঘনখ ব্যআহার করেননি। শিবসেনার উদ্ধব ঠাকরে শিবিরের নেতা আদিত্য ঠাকরেও এর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।