জয়েন্ট সিট অ্যালোকেশন অথরিটির কাউন্সেলিং প্রক্রিয়ার ছ'টি রাউন্ডের পর দেশের ২৩টি আইআইটি'তে ১৭,৩৪০ জন প্রার্থী ভর্তি হয়েছে। যাঁদের মধ্যে মহিলা প্রার্থী রয়েছেন ৩,৪২২ জন। আইআইটি'র মোট আসনসংখ্যা ১৭,৩৮৫টি। যার মধ্যে ৪৫টি আসন ফাঁকা রয়েছে এখনও। যা গত ৫ বছরে প্রথমবার ঘটল।
গত ২ বছরে সবসময়ই মোট আসনসংখ্যার তুলনায় বেশি প্রার্থী ভর্তি হয়েছিলেন দেশের আইআইটিগুলিতে। তাৎপর্যপূর্ণভাবে, ২০২১ এবং ২০২২ সালের তুলনায় ২০২৩ সালের চিত্রটি আলাদা। সেই বছর যত আসন ছিল, তার থেকে বেশি প্রার্থীকে ভর্তি করতে হয়েছিল।
জয়েন্ট এন্ট্রান্স অ্য়াডভান্সড বোর্ডের চেয়ারপার্সন অধ্যাপক বিষ্ণুপদ মণ্ডল জানান, বরাবরই যত আসন থাকে তার থেকে বেশি আসন ভর্তি হয়ে যায়। তার কারণ হল, অ্যাডমিশন প্রক্রিয়া চলাকালীনও প্রার্থীদের যোগ্যতা বুঝে কিছু আসন নির্ধারণ করা হয়'।