New Labour Code : ছুটি পাবেন বেশি, হাতে পাবেন কম বেতন, নতুন শ্রমবিধির সুবিধা ও অসুবিধা

Updated : Jul 01, 2022 11:22
|
Editorji News Desk

নতুন শ্রমবিধি (New Labour Code) কার্যকর হলে পিএফ (PF) এবং গ্র্যাচুইটির মতো অবসরকালীন সুবিধা বাড়বে । এ ছাড়া সাপ্তাহিক ছুটিও বাড়তে পারে । জানা গিয়েছে, নতুন বিধি কার্যকর হওয়ার পর কর্মচারীদের মূল বেতন হবে তাঁদের মোট বেতনের (Salary) অন্তত ৫০ শতাংশ । এই পরিবর্তনের ফলে তাঁদের পিএফ খাতে জমা পড়া অর্থের পরিমাণ বাড়বে অর্থাৎ তার ফলে কর্মীদের বেতন থেকে পিএফ খাতে বেশি টাকা কেটে নেওয়া হবে । আর তার জেরে কর্মীরা হাতে বেতন (Pay in Hand) কম পাবেন। কিন্তু সেক্ষেত্রে অবসরের সময় অনেক সুবিধা হবে । তাই এই পরিবর্তনকে ভাল বলে মনে করছেন বিশেষজ্ঞরা । পাশাপাশি কর্মীদের গ্র্যাচুইটিও বাড়বে । সেইসঙ্গে নতুন শ্রমবিধিতে সপ্তাহে তিনদিন ছুটি পাওয়া যাবে ।

আরও পড়ুন, Transgender Footballer: যুগান্তকারী সিদ্ধান্ত! জার্মানিতে পছন্দ মত পুরুষ/মহিলা দল বাছবেন রূপান্তরকামীরা
 

কী কী সুবিধা ও অসুবিধা  

নতুন শ্রমবিধিতে যেমন সুবিধে (Advantages) রয়েছে, তেমনই অসুবিধেও (Disadvantages) রয়েছে । কর্মচারীরা হাতে যে বেতন পান, তা অনেকটাই কম পাবেন । ধরা যাক আপনার CTC যদি ৫০ হাজার টাকা হয়, তাহলে এখন আপনার বেসিক হবে ১৫ হাজার টাকা । সেক্ষেত্রে, আপনার পিএফ খাতে প্রতি মাসে ১৮০০ টাকা কেটে নেওয়া হবে (মূল বেতনের 12%)। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী, ৫০ হাজার টাকা CTC হলে সেক্ষেত্রে আপনার বেসিক ১৫ হাজার টাকা থেকে বেড়ে ২৫ হাজার টাকা হবে । সেক্ষেত্রে আপনার বেসিকের ১২ শতাংশ হারে পিএফ কাটা হলে আপনাকে ওই খাতে প্রতিমাসে দিতে হবে ৩০০০ টাকা। অর্থাৎ, আপনি প্রতি মাসে ১২০০ টাকা কম হাতে পাবেন ।

অন্য গুরুত্বপূর্ণ পরিবর্তনটি হল কাজের সময় এবং সাপ্তাহিক ছুটির বিষয়টি । জানা গিয়েছে, সরকার সপ্তাহে চার দিন কাজের প্রস্তাব দিয়েছে । অর্থাৎ সপ্তাহে চারদিন কাজে যেতে হবে আর তিনদিন ছুটি পাবেন কর্মীরা । এতে সুবিধা থাকলেও, অসুবিধে হল কর্মচারীকে প্রতিদিন ১২ ঘণ্টা কাজ করতে হবে । কারণ একজন কর্মীর ভারতে সপ্তাহে মোট ৪৮ ঘণ্টা কাজ করতে হয়। সেই হিসেবে নতুন নিয়মে কর্মীকে প্রতিদিন ১২ ঘণ্টা কাজ করতে হবে।  

labour lawsNew Labour Code

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক