ভারতের প্রথম সৌরযান আদিত্য এল১ (Aditya L1)। ইসরো (ISRO) গত ২ সেপ্টেম্বর এই সৌরযান (Sun Mission 2023) উৎক্ষেপন করেছে। এবার ছবি পাঠাল আদিত্য। ক্যামেরায় ধরা পড়ল চাঁদ ও পৃথিবীর ছবি (Earth and Moon)।
ইসরো জানিয়েছে, ছবিটি তোলা হয়েছে ৪ সেপ্টেম্বর। সৌরযান একটি সেলফিও তুলেছে। তাতে দুটি পেলোড দেখা গিয়েছে। ভিইএলসি, এসইউআইটি পেলোডগুলি ধরা পড়েছে ক্যামেরায়। এছাড়া চাঁদ ও পৃথিবীর ছবিও ধরা পড়েছে। পৃথিবীকে বেশ উজ্জ্বল দেখাচ্ছে। যদিও ক্ষুদ্রাকারে ধরা পড়েছে চাঁদের ছবি।
আরও পড়ুন: আগামী ১৫ দিন চাঁদে গহীন অন্ধকার, স্লিপ মোডে কতটা সুরক্ষিত চন্দ্রযান ৩
অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার উৎক্ষেপন হয়েছে সৌরযানটি। সূর্য ও পৃথিবীর ল্যাগরেঞ্জ পয়েন্টে গিয়ে থামবে এই মহাকাশযান। এই পথ পাড়ি দিতে সময় লাগবে ১২৫ দিন।