সফল ভাবে উৎক্ষেপণ করা হল আদিত্য এল 1। এটাই ইসরোর প্রথম সৌর অভিযান। শনিবার সকাল ১১টা ৫০ মিনিট নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সফল ভাবে উৎক্ষেপণ করা হয়।
চন্দ্রযান ৩-এর সাফল্য পেতেই সৌর অভিযানের দিকে নজর দেন ISRO-র বিজ্ঞানীরা। জানা গিয়েছে PSLV রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হবে আদিত্যকে। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় সেটি।
সফল চন্দ্রযান ৩ অভিযান। তারপরেই সৌর অভিযানের ঘোষণা করা হয়েছিল। সেইমতো আজ সকাল ১১টা ৫০ মিনিটে লঞ্চ করা হয় আদিত্য L1 মিশন। সূর্যের দিকে ধেয়ে যাবে অত্যাধুনিক প্রযুক্তির ওই রকেট।