সুপ্রিম স্বস্তি। সিবিআই মামলায় আপাতত গ্রেফতার করা যাবে না প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে। শুক্রবার এক নির্দেশে একথা জানাল সুপ্রিম কোর্ট। তবে, কলকাতা হাই কোর্টের নির্দেশ মতো তাঁর বিরুদ্ধে তদন্ত চালিয়ে যেতে পারবে সিবিআই।
গত ১৮ অক্টোবর কলকাতা হাই কোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল, প্রয়োজনে হেফাজতে নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে জেরা করতে পারবে সিবিআই। হাই কোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছেন পর্ষদ সভাপতি।
আরও পড়ুন : প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ হাইকোর্টের
সেই মামলায় শীর্ষ আদালত তাঁকে আপাতত রক্ষাকবচ দিল। নিয়োগ দুর্নীতির তদন্তে পর্ষদ সভাপতির বিরুদ্ধে সিবিআই নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।