প্রেম ঘটিত কারণে ২০২২ সালে দিল্লিতে খুন হয়েছেন ১৬ জন। এমনই একটি রিপোর্ট প্রকাশ করল ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (NCRB)। তার মধ্যে সবথেকে নৃশংসভাবে খুন করা হয় দিল্লির বাসিন্দা শ্রদ্ধা ওয়াকারকে। তাঁকে খুন করে ৩৫ টুকরো করার অভিযোগ ওঠে লিভ ইন পার্টনার আফতাব আমিন পুনাওয়ালার বিরুদ্ধে।
NCRB-র দেওয়া তথ্য় অনুযায়ী মোট ৫০১টি খুনের ঘটনা ঘটেছে দিল্লিতে। তার মধ্যে ১৩টি খুন হয়েছে অবৈধ সম্পর্কের জেরে। ৫৪টি খুনের ঘটনা ঘটেছে ব্যক্তিগত শত্রুতার কারণে এবং পারিবারিক কারণে খুন হয়েছে এমন ১৯৭টি কেস নথিভুক্ত করা হয়েছে।
ওই তথ্য অনুযায়ী ১০টি এমন খুনের ঘটনা ঘটেছে যেগুলি ডাকাতি বা চুরি করতে গিয়ে খুন করা হয়েছে। এবং টাকার জন্য খুন করা হয়েছে এমন ৩৫টি কেস নথিভুক্ত রয়েছে।