একদিন আগেই জানা প্রকাশ্যে এসেছিল খবর, বিশ্বজুড়ে ছাঁটাই শুরু করছে অ্যাক্সেঞ্চার। ১৯,৫০০ কর্মী ছাঁটাই করা হবে। এবার জানা গেল এর মধ্যে আগামী দেড় বছরে ৭০০০ কর্মী ছাঁটাই হবে ভারত থেকেই। ভারতে অ্যাক্সেঞ্চার-এর কর্মী সংখ্যা সাড়ে ৩ লক্ষ।
বিগত কয়েক মাসে কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে ডেল, ফেসবুক, গুগল, মাইক্রোসফট-সহ একাধিক তথ্য প্রযুক্তি সংস্থা। অ্যামাজনেও বড় কর্মী ছাঁটাই-এর খবর সামনে এসেছে! আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও ৯ হাজারেরও বেশি কর্মীকে ছাঁটাই করা হবে।