সনাতন ধর্মকে অবমাননা করার ফল তো পাবেই। তিন রাজ্যে বিজেপির সাফল্যের নেপথ্যের কারণ হিসেবে এটাই মনে করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদ।
২০২৪ লোকসভা নির্বাচনের আগে তিন রাজ্যে বড় সাফল্য পেয়েছে বিজেপি। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়- তিন রাজ্যেই সরকার গড়তে চলেছে বিজেপি। রাজস্থান ও ছত্তীসগড়ে ফের কংগ্রেসকে হারিয়ে ক্ষমতায় ফিরেছে তাঁরা। এই সাফল্যে সনাতন ধর্মের ভূমিকা আছে বলে মনে করছেন ভেঙ্কটেশ প্রসাদ। এক্স প্যাটফর্মে এই নিয়ে লম্বা একটি পোস্টও করেন তিনি।
২০১৯ লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন ভেঙ্কটেশ প্রসাদ। প্রাক্তন পেসারের দাবি, "সনাতন ধর্মের নিন্দা করলে তার ফল মিলবেই। বিশাল জয়ের জন্য বিজেপিকে অভিনন্দন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বের পাশাপাশি দলের কর্মীরা দারুণ কাজ করেছেন।"