কয়লা পাচার কাণ্ডে (Coal Scam) ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ( Abhishek Banerjee) টানা সাড়ে ৮ ঘণ্টা জেরা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ED। ম্যারাথন জেরার পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বার্তা, তিনি আগের অবস্থানেই অনড়। কোনও চাপের মুখেই মাথা নত করবেন না।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, ‘‘আমাকে দ্বিতীয় বার ডেকে পাঠানো হয়েছিল। দেড় বছর আগে যা বলেছিলাম, ওই অবস্থানেই অনড়। অভিযোগ প্রমাণ করতে পারে ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করব। আমি মাথা নত করব না।’’
অভিষেক জানান, তিনি তদন্তকারীদের দোষ দেন না।তাঁর কথায়, "আগেও বলেছি, আবারও বলছি, তদন্তে সব রকম সহযোগিতা আমি করব।"