কয়লাকাণ্ডে কিছুটা স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) ও রুজিরা নারুলা। মঙ্গলবার সুপ্রিম কোর্ট(Supreme Court) জানায়, অভিষেক এবং রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে হবে কলকাতাতেই। আদালত আরও জানায়, সস্ত্রীক অভিষেককে জিজ্ঞাসাবাদের অন্তত ২৪ ঘণ্টা আগে নোটিস পাঠাতে হবে।
সুপ্রিম কোর্টে অভিষেক আগেই জানান, জিজ্ঞাসাবাদের নামে দিল্লিতে ডেকে তাঁদের হেনস্তা করা হচ্ছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের এই রায় অভিষেকের(Abhishek Banerjee) সেই অভিযোগকেই মান্যতা দিল। এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
আরও পড়ুন- Bangladesh Money Laundering Case: বাংলাদেশের 'নীরব মোদী'কে নিয়ে বেনসন কোর্টে ইডি-র আধিকারিকরা
মঙ্গলবার ইডিকে দেওয়া বিশেষ নির্দেশে সুপ্রিম কোর্ট জানায়, অভিষেক এবং রুজিরাকে(Rujira Narula) কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করা হোক। তবে একইসঙ্গে তাঁদের বক্তব্য, কলকাতায় ইডির জিজ্ঞাসাবাদ চলাকালীন অভিষেকদের নিরাপত্তা কোনওভাবে বিঘ্নিত হলে দায়ী থাকবে রাজ্য সরকার(West Bengal Govt.)।
গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে অভিষেকের তরফে কলকাতায় জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হয়। শীর্ষ আদালতে অভিষেকের হয়ে সওয়াল করেছিলেন আইনজীবী কপিল সিব্বল(Kapil Sibbal)। তখনই সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল, সস্ত্রীক অভিষেককে কলকাতায় জেরার সমস্যা কোথায়? এর পরই মঙ্গলবার সুপ্রিম কোর্ট ইডিকে এই নির্দেশ দিল।