“বিজেপিকে হারান, দেখবেন মূল্যবৃদ্ধি কমে গিয়েছে।” ত্রিপুরায় ভোটপ্রচারে নেমেই বিজেপিকে আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কমলপুরের সভা থেকেই জনতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, পশ্চিমবঙ্গে হারের পরই ত্রিপুরায় পেট্রল-ডিজেলের দাম কমিয়ে দিয়ে বিজেপি। পাশাপাশি, তাঁর আরও দাবি, ত্রিপুরায় সিপিএম-কংগ্রেস কিংবা তিপ্রা মথা সরকার গড়তে পারবে না। বিজেপিকে সরাতে গেলে তৃণমূলই একমাত্র বিকল্প।
শুক্রবার কমলপুরে তৃণমূল প্রার্থীর প্রচারে এসে তৃণমূলের সর্বভারতীয় সভাপতি মানুষকে জোড়াফুল চিহ্নে ভোট দেওয়ার আহ্বান করেন। বাংলার সঙ্গে ত্রিপুরার তুলনা টেনে অভিষেক জানান, দুই রাজ্যেই খাদ্য-পোশাক-ভাষাগত মিল রয়েছে।
আরও পড়ুন- WB TET 2022 Result: প্রশ্ন ভুলে মিলবে বাড়তি ৪ নম্বর, পর্ষদ সভাপতির ঘোষণায় খুশি টেট পরীক্ষার্থীরা