বিজেপি বিরোধী লড়াইয়ে কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । মেঘালয়ে ভোট প্রচারে গিয়ে রাহুল গান্ধী (Rahul Gandhi) অভিযোগ করেছিলেন বিজেপিকে ক্ষমতা দখলের সুযোগ করে দিতেই তৃণমূল ভোটে লড়ছে । তারই জবাবে এবার রাহুলকে নিশানা করে একের পর এক ধারাবাহিক টুইট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee attacks Rahul Gandhi) । যেখানে রাহুলকে আক্রমণের রাজনীতি থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন অভিষেক ।
রাহুল গান্ধীর অভিযোগের ভিত্তিতে পাল্টা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক । টুইটে তৃণমূল নেতা জানতে চেয়েছেন, ২০২১ সালের বাংলার বিধানসভা নির্বাচনে কংগ্রেস ৯২টি আসনে লড়েছিল । তাহলে কি বিজেপিকে সাহায্য করার মতলব ছিল তাঁদের ?
আরও পড়ুন, DA protest : ডিএ মঞ্চে গুরুতর অসুস্থ আন্দোলনের অন্যতম নেতা ভাস্কর ঘোষ, ভর্তি হাসপাতালে
অন্য একটি টুইটে অভিষেক লেখেন, "বিজেপিকে রুখতে ব্যর্থ হয়েছে কংগ্রেস । নিজেদের অযোগ্যতার জন্য অপ্রাসঙ্গিক হয়ে পড়ে এখন নিরাপত্তাহীনতায় ভুগছে । রাহুল গান্ধীকে বলছি, আমাদের আক্রমণের রাজনীতি থেকে বিরত থাকুন । টাকার জোরে নয়,মানুষের ভালবাসায় আমরা এগিয়ে যাচ্ছি ।"