এবার মণিপুর কাণ্ড নিয়ে সরাসরি কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দাগলেন সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, ডবল ইঞ্জিন হলেও মণিপুরে সরকার চালাতে ব্যর্থ বিজেপি।
অধিবেশন শুরু হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক। তাঁর অভিযোগ, মণিপুর থেকে নজর ঘোরাতেই রাজস্থান, পশ্চিমবঙ্গের প্রসঙ্গ টানা হচ্ছে। এপ্রসঙ্গে তাঁর বক্তব্য, পশ্চিমবঙ্গে ইন্টারনেট চালু রয়েছে। কিন্তু মণিপুরে দীর্ঘদিন ইন্টারনেট বন্ধ করে রাখা হয়েছে।
দীর্ঘদিন ধরে উত্তপ্ত মণিপুর। তারপর কয়েকদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায় দুই মহিলাকে নগ্ন করে হাঁটানো হচ্ছে মণিপুরের রাস্তায়। তাঁদের গণধর্ষণও করা হয়। অন্যদিকে ইম্ফলেও দুই মহিলাকেও গণধর্ষণ করারও অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে।
Read More- মণিপুর কাণ্ডে প্রধানমন্ত্রীর বক্তব্যের দাবি, বিক্ষোভ INDIA সাংসদদের
মণিপুর ঘটনা নিয়ে তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদে বাদল অধিবেশন শুরু হওয়ার দিনে দুঃখপ্রকাশ করেন তিনি।