টানা দু’বছর ধরে ‘নিরাপদ শহর’ কলকাতা। NCRB-র রিপোর্ট নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই কয়লাপাচার কাণ্ড নিয়ে অভিষেককে তলব করে ইডি। এদিন অমিত শাহকে উদ্দেশ্য করে অভিষেক টুইটারে লেখেন, ‘ইডির সঙ্গে পুতুল খেলার বদলে বাংলার শাসনব্যবস্থা থেকে শিক্ষা নিন।’
ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক টুইটারে লিখেছেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে দু’টি কাজ রয়েছে। বাড়িতে ছেলেকে জাতীয়তাবাদ শেখানো ও তাঁর মন্ত্রকের অধীনে পুলিশকে সাজানো। দিল্লিতে অপরাধের হার আমাদের সকলকে হতবাক করেছে। ইডির সঙ্গে পুতুল খেলার বদলে বাংলার শাসনব্যবস্থা থেকে ওঁর শিক্ষা নেওয়া উচিত।’
আরও পড়ুন- Nabanna: সরকারি আধিকারিকদের বিদেশ সফরেও কড়া নজরদারি রাজ্যের, নবান্নে জানাতে হবে সমস্ত তথ্য
প্রসঙ্গত. শুক্রবার কয়লা পাচার-কাণ্ডে অভিষেককে ফের তলব করেছে ইডি। এই আবহে NCRB তথ্য উল্লেখ করে ইডির প্রসঙ্গ টেনে যেভাবে শাহকে আক্রমণ করলেন অভিষেক, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের।