পাঞ্জাবের (Punjab) বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেয়েছে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) আম আদমি পার্টি (AAP)। সেই সঙ্গে পরাজিত হয়েছেন একাধিক হেভিওয়েট নেতা। পাঞ্জাবের রাজনীতিতে দীর্ঘ কয়েক দশক দাপট দেখিয়েছেন যাঁরা, তাঁদের অধিকাংশই পরাজিত। তবে বিপুল ব্যবধানে জয়ী হয়েছে আপ-এর মুখ্যমন্ত্রী মুখ ভগবন্ত মান (Bhagwant Mann)।
বিদায়ী মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি (Charanjit Singh Channi) দু'টি কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন৷ চমকপুর সাহিব (Chamkpur Sahib) এবং ভান্দৌর (Bhandaur)। দুটি কেন্দ্রেই তিনি হেরেছেন।
পাঞ্জাবের শীর্ষ কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধু (Navjot Singh Sidhu) পরাজিত হয়েছেন অমৃতসর পূর্ব (Amritsar East) থেকে। পাটিয়ালা থেকে লড়ে পরাজিত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং (Amrindar Singh)। শিরোমণি অকালি দলের (SAD) নেতা প্রকাশ সিং বাদল (Prakash Singh Badal) পরাজিত হয়েছেন লাম্বি (Lambi) কেন্দ্র থেকে।
আরও পড়ুন: Assembly Election Results 2022: পাঞ্জাবে বিরাট জয়ের পথে আপ, ধারেকাছে নেই কংগ্রেস, অকালি, বিজেপি
বিপুল জয়ের জন্য পাঞ্জাবের মানুষকে অভিনন্দন জানিয়েছেন কেজরিওয়াল। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনেও পাঞ্জাবে কিছু আসনে জয় পেয়েছিল আপ। এবার একতরফা জয় পেল মাফলার ম্যানের দল। সাম্প্রতিক অতীতে এই প্রথম বিজেপি ও কংগ্রেসের বাইরে কোনও দল একাধিক রাজ্যে সরকার গড়ল।