লোকসভা ভোটের আবহে কেন্দ্রীয় এজেন্সির পক্ষপাতিত্বের অভিযোগে দিল্লিতে অবস্থানরত তৃণমূল। মঙ্গলবারও, তৃণমূলের ১০ সসদস্যের প্রতিনিধি দল নিজেদের অবস্থানে অনড়, এবার তাঁদের সমর্থনে বিক্ষোভে যোগ দিল আম আদমি পার্টি (AAP) । সোমবার দিল্লিতে বিক্ষোভ দেখাতে গিয়ে দিল্লি পুলিশের হাতে আটক হয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। রাতভর আটক রাখার পর তাঁদের ছেড়ে দেওয়া হলেও বিক্ষোভ তুলে নেয়নি তৃণমূল। ঝাঁঝ বাড়াতে ইতিমধ্যেই আপ সমর্থকেরাও যোগ দিয়েছে আন্দোলনে।
Eastern Railway: জায়গা আরও বাড়বে লোকালে, শিয়ালদহের সমস্ত লাইনেই ছুটবে ১২ বগির ট্রেন, জানাল পূর্বরেল
উল্লেখ্য, সোমবার দিল্লিতে তৃণমূলের ধরনা কর্মসূচিতে ব্যপক উত্তেজনা ছড়ায় । তৃণমূল নেতাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, সেখান থেকে জোর করে মন্দিরমার্গ থানায় তুলে নিয়ে যাওয়া হয় তাঁদের । রাতভর সেখানেই কাটান ডেরেক, সাগরিকা দোলা সেনরা । সূত্রের খবর, রাতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও ফোনে কথা হয় তাঁদের । এদিকে এই প্রসঙ্গে রাজ্যপালকে নতুন করে চিঠি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।