IPS অফিসারকে খালিস্তানি বলে আক্রমণের অভিযোগ। BJP-র বিরুদ্ধে এই অভিযোগ এবার বাংলার গন্ডি ছাড়িয়ে গেল। ধামাখালির ঘটনার এবার কড়া নিন্দা করল INDIA জোটের দুই সহযোগী কংগ্রেস এবং আপ।
খালিস্তানি বিতর্ক
IPS অফিসারকে খালিস্তানি বলে আক্রমণের অভিযোগ। এবিষয়ে একটি টুইট করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান। ওই আপ নেতা লিখেছেন, IPS অফিসারকে দেশদ্রোহী বলেছে BJP। যা অত্যন্ত নিন্দনীয়। ওই মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি করেছেন তিনি।
এদিকে বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীও ওই মন্তব্যের নিন্দা করেছেন। তাঁর কথায়, খালিস্তানি মন্তব্য করে শুধু পুলিশ অফিসারকে অপমান করেনি BJP। এর সঙ্গে সমগ্র শিখ সম্প্রদায়কেই অপমান করা হয়েছে। তিনিও ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন।
নরেন্দ্র মোদীর ক্ষমা চাওয়ার দাবি
অন্যদিকে খালিস্তানি মন্তব্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ক্ষমা চাওয়ার দাবি তুললেন শিখ সম্প্রদায়ের বহু মানুষ। তাঁদের দাবি, IPS অফিসার যশপ্রীত সিং সহ সমগ্র শিখ সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইতে হবে।
যদিও পুরো ঘটনা নিয়ে কটাক্ষ করেছেন BJP-র সর্বভারতীয় মুখপাত্র অমিত মালব্য। তাঁর অভিযোগ, দক্ষিণ কলকাতার তৃণমূল যুব সভাপতির নেতৃত্বে বিক্ষোভ হচ্ছে। সন্দেশখালি থেকে নজর ঘোরাতেই এই বিতর্ক তৈরি করা হচ্ছে বলে তাঁর