মাদক খাইয়ে ইনস্টাগ্রাম বান্ধবীকে গণধর্ষণ করার অভিযোগ উঠল দিল্লির মদনগির এলাকায়। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত সোমবার ঘটনাটি ঘটেছিল। যদিও প্রায় ৪ দিন পর বিষয়টি প্রকাশ্যে আসে।
জানা গিয়েছে, তরুণীর সঙ্গে ইনস্টাগ্রামের মাধ্যমে পরিচয় হয় এক যুবকের। এরপর তাঁদের মধ্যে দেখা হয়। অভিযোগ, সেসময় তরুণীকে বাইকে চাপিয়ে জোর করে অন্যত্র তুলে নিয়ে যায় অভিযুক্ত যুবক এবং তার এক বন্ধু। এবং সেখানে গিয়ে মাদক খাইয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।
এই ঘটনার পর রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। পাশাপাশি দিল্লিতে নারী সুরক্ষা নিয়েও উঠছে প্রশ্ন। কীভাবে সবার সামনে জোর করে তরুণীকে তুলে নিয়ে গেল সেনিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।