মাণ্ডি লোকসভা কেন্দ্রে ভোটে জিততেই বিপাকে বলি কুইন কঙ্গনা রানাওয়াত। নবনির্বাচিত সাংসদ তথা বলিউড অভিনেত্রীকে চড় মারার অভিযোগ উঠল এক কর্তব্যরত মহিলা সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চণ্ডীগড় বিমানবন্দরে।
কেন এই ঘটনার শিকার হলেন অভিনেত্রী?
২০২১ সালে কৃষক আন্দোলন নিয়ে তোলপাড় হয়েছিল গোটা দেশ। দেশের বাইরে থেকেও কৃষকদের এই আন্দোলনের পাশে ছিলেন অনেকে। কিন্তু প্রথম থেকেই এই আন্দোলনের বিপক্ষে ছিলেন কঙ্গনা। এমনকি আন্দোলনরত কৃষকদের 'খলিস্তানি', 'সন্ত্রাসবাদী' বলেও তোপ দেগেছিলে অভিনেত্রী।
বৃহস্পতিবার তারই খেসারত দিতে হল কঙ্গনা রানাওয়াতকে। কৃষক আন্দোলনের বিরোধিতার কারণে অভিনেত্রীর উপর ক্ষোভ ছিল পাঞ্জাবের কাপুরথালার বাসিন্দা ওই মহিলা সিআইএসএফ জওয়ানের। এদিন অভিনেত্রীকে দেখেই ওই রাগের বসে সপাটে চড় কষান তিনি।