আর কয়েক ঘণ্টা। তার পরেই অযোধ্যার মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা। যে অনুষ্ঠান শুরু হবে মঙ্গলধ্বনির মধ্যে দিয়ে। প্রায় ৫০টি বাদ্যযন্ত্র থেকে তৈরি ধ্বনি প্রায় দু ঘণ্টা ধরে বাজানো হবে। রবিবার এক বিবৃতিতে একথা জানিয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দফতর। মন্দির উদ্বোধনের আগে এদিন অযোধ্যায় যান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
সঙ্গীত ভারতীয় সংস্কৃতির অঙ্গ। সেই সুরকেই এবার কাজে লাগানো হবে রাম মন্দিরের উদ্বোধনে প্রাক মুহূর্তে। দু ঘণ্টার এই পুরো অনুষ্ঠানের দায়িত্বে থাকবেন শিল্পী যতীন্দ্র মিশ্র। সকাল ১০টা থেকে বেলা ১২ পর্যন্ত হবে এই মঙ্গলধ্বনি অনুষ্ঠান।
রাম মন্দিরের প্রতিষ্ঠা যে কোনও ভারতীয়র কাছে গর্বের বিষয়। এমনটাই দাবি করেছেন মন্দির ট্রাস্টের প্রধান চম্পত রাই। তাই, রামের সম্মানে এই মঙ্গলধ্বনি অনুষ্ঠানের আয়োজন।