লড়াইটা কেবল আর মিছিল, মিটিংয়েই সীমাবদ্ধ নেই। লিঙ্গসাম্য তখনই আসবে যখন কর্মক্ষেত্র,অফিস, আদালতেও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারবেন তৃতীয় লিঙ্গের মানুষরা। এবার সেই 'স্বপ্নের পৃথিবীতেই' এক ধাপ এগোলো দেশ। প্রথমবার গোটা দেশের মধ্যে মুম্বইয়ে খুলে গেল ৭ রূপান্তরকামীকে নিয়ে ট্রান্সজেন্ডার পার্লার৷ চুল কাটা থেকে স্পা, ম্যানিকিওর থেকে পেডিকিওর এবার এই গোটা পার্লারের দায়িত্বই সামলাবেন রূপান্তরকামীরা।
Akansha Dubey : শেষ লাইভে হাপুস নয়নে কাঁদছেন আকাঙ্ক্ষা, অভিনেত্রীর রহস্যমৃত্যুর পর ভাইরাল ভিডিয়ো
হাজারো প্রাইড ওয়াক, প্রতিবাদ, বিক্ষোভের পরেও সমাজে লিঙ্গ বৈষম্য অসুখের মতো হয়ে রয়েছে। আজও ট্রান্সজেন্ডার কিংবা সমকামীদেএ আর ৫ জন মানুষের মতো স্বাভাবিকভাবে নিতে পারেন না অনেকেই। কিন্তু, এই পরিকল্পনা নিঃসন্দেহে রূপান্তরকামীদের লড়াইয়ে বাড়তি অক্সিজেন জোগাবে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।