ফের উত্তপ্ত জম্মু ও কাশ্মীর। রবিবার সকালে বারমুলা জেলায় জঙ্গিদের গুলিতে নিহত এক অবসরপ্রাপ্ত পুলিশকর্মী। জানা গিয়েছে , মহম্মদ শাফি মীর নামের ওই পুলিশ কর্মী স্থানীয় মসজিদে আজান দিতে গিয়েছিলেন। সেইসময়ের তার উপর হামলা চালানো হয়। এরপর এলাকা ঘিরে শুরু হয় পুলিশি তল্লাশি। নিমেষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
Jadavpur University Convocation: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন, অপসারিত উপাচার্যকে বিশেষ ক্ষমতা রাজ্যের
দিন কয়েক আগেই ২১ ডিসেম্বর, বৃহস্পতিবার বাফলিয়াজে সেনার গাড়িতে হামলা চালিয়েছিল জঙ্গিরা । শুক্রবার গভীর রাতে ওই ঘটনাস্থল থেকেই সন্দেহজনক অবস্থায় তিনজনের দেহ উদ্ধার হয়েছে ।