বিবাহিত পুরুষদের হেনস্তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে একটি পিটিশন দাখিল করা হল সুপ্রিম কোর্টে। পুরুষদের জাতীয় কমিশন গঠনের দাবিও জানানো হল সেই পিটিশনে। পারিবারিক নির্যাতনের শিকার হয়ে যে সব বিবাহিত পুরুষ আত্মহত্যা করেন, তাঁদের ওপর নির্যাতনের তথ্যসমৃদ্ধ ওই পিটিশন জমা দেওয়া হয়েছে শীর্ষ আদালতে।। এছাড়া,পারিবারিক নির্যাতনের শিকার হওয়া পুরুষদের পক্ষ থেকেও যাতে জাতীয় মানবাধিকার কমিশনে রিপোর্ট নেওয়া হয়, তার অনুরোধও জানানো হয় পিটিশনে।
উল্লেখ্য, ওই পিটিশনে বলা হয়েছে, জাতীয় ক্রাইম রেকর্ড ব্যুরো'র তথ্য অনুযায়ী, ২০২১ সালে বিবাহিত পুরুষদের মধ্যে ৮১,০০০-এর'ও বেশি পুরুষ আত্মহত্যা করেন। যেখানে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে সংখ্যাটা ২৮,০০০।