রথের দিনে বিপত্তি পুরীতে। জগন্নাথের রথ দেখতে গিয়ে হুড়োহুড়ি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় এক জন আহত হয়েছে। তবে, এই সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অভিযোগ, ভিড় নিয়ন্ত্রণে উদ্যোগ ছিল না রাজ্য প্রশাসনের। ফলে রথের রশি টানতে গিয়ে হুড়োহুড়ি পড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, রথের দড়ি ধরে টানার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। তখনই পদপিষ্টের মতো ঘটনা ঘটে। ভিড় থেকে বেরিয়ে আসতে চান অনেকে। তাতেই বিপদ তৈরি হয়। ঘটনায় আহতকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৯৭১ সালে শেষ বার দু’দিন ধরে চলেছিল রথযাত্রা। ৫৩ বছর পর এ বার দু’দিন ধরে পুরীতে পালন হচ্ছে রথযাত্রা। প্রতি বছরের মতো এ বছরও রথ উপলক্ষ্যে সেজে উঠেছে পুরী। মন্দির তো বটেই সাজানো হয়েছে রাস্তাঘাট।