Tripura Manik Contro : নতুন মানিকের হাতে পুরনো ত্রিপুরা, মুখ্যমন্ত্রীর নাম শুনে বিক্ষোভ বিক্ষুব্ধদের

Updated : May 14, 2022 20:05
|
Editorji News Desk

ত্রিপুরায় (Tripura) নতুন মুখ্য়মন্ত্রী হিসাবে রাজ্য সভার সাংসদ ও রাজ্য বিজেপির সভাপতি মানিক সাহার (Manik Shaha) উপরেই সিলমোহর বসিয়েছে বিজেপি (Bjp) কেন্দ্রীয় নেতৃত্ব (Central Leadership)। দিল্লির নেতাদের এই পছন্দকে অবশ্য় আগরতলায় (Agartala) মেনে নিতে পারল না বিজেপি একাংশ। ফলে, শনিবার পরিষদীয় দলের বৈঠকে কেন্দ্রীয় নেতাদের সামনেই একপ্রস্থ নাটক (Drama) হয়ে গেল। যেখানে প্রতিবাদ, বিক্ষোভের সঙ্গেই বেরিয়ে এল ত্রিপুরা বিজেপির কোন্দলের (Infighting) ছবিটাও। 

অভিযোগ, কেন্দ্রীয় নেতৃত্বের সামনেই নতুন মুখ্যমন্ত্রীকে ধাক্কা দিলেন রাজ্যেরই কারামন্ত্রী রামপ্রসাদ পাল। তবে সেই সব ক্ষোভ-বিক্ষোভকে উড়িয়ে নতুন পদে শপথ দিতে রাজভবনের উদ্দেশ্যে রওনা দিলেন ‘বিপ্লব ঘনিষ্ঠ’ মানিক সাহা। ইতিমধ্যে তাঁকে অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী। 

কংগ্রেস ছেড়ে ২০১৬ সাল নাগাদ বিজেপিতে যোগ দেন সরকারি চিকিৎসক মানিক। তার পর বিপ্লব দেবের হাত ধরেই উল্কার গতিতে উত্থান হয় তাঁর। ২০১৮ সালের ভোটে তাঁকে টিকিট দেয়নি দল। তবে নির্বাচনের পর ত্রিপুরা বিজেপির কাণ্ডারী হন মানিক। রাজ্য সভাপতির পর ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হন তিনি। এবার নির্বাচনের ১০ মাস আগে ত্রিপুরার দায়িত্ব হাতে নিলেন মানিক।

কিন্তু প্রাক্তন কংগ্রেসির এই উত্থানকে মেনে নিতে পারছেন না বিজেপির একাংশ। পরিষদীয় দলের বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্বের সামনেই এই ক্ষোভ উগরে দেয় গেরুয়া শিবিরের একাংশ। রাজ্যের মন্ত্রী রামপ্রসাদ পাল নতুন মুখ্যমন্ত্রীকে ধাক্কাও দেন বলে অভিযোগ। বিক্ষুব্ধদের দাবি, বিধায়কদের মতামতকে গুরুত্ব না দিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব নয়া মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেছে। 

Tripura BJPtripura

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক