স্কুল ভেঙেই স্কুল তৈরির ভাবনা। ১০ দিন আগে করমণ্ডল দুর্ঘটনার জেরে বাহানগর হাই স্কুল কার্যত পরিণত হয়েছিল অস্থায়ী মর্গে। সেই বাড়ি ভেঙে নতুন স্কুল তৈরির সিদ্ধান্ত নিল ওড়িশা সরকার। করমণ্ডল দুর্ঘটনায় উদ্ধার মৃতদেহ রাখা হয়েছিল এই স্কুলের চাতালে। থরে থরে সাজানো ছিল লাশ। সেখান থেকে সরানোর পরও আসছিল পচা গন্ধ। তাই, সরকার সিদ্ধান্ত নিয়েছিল, স্কুল বাড়ি ভেঙে ফেলার। পরিবর্তে আবার ওখানেই স্কুল তৈরির সিদ্ধান্ত নেওয়া হল।
শুক্রবার থেকেই শুরু হয়েছিল স্কুল ভাঙার কাজ। শনিবার বুলডোজার এনে তা গুড়িয়ে দেওয়া হল। যদিও ওড়িশা সরকার জানিয়েছে, চিন্তার কোনও কারণ নেই। ওই জায়গা থেকে মডেল স্কুল তৈরি করে দেওয়া হবে। সরকারি উদ্যোগেই এই স্কুল তৈরি করা হবে। এদিন স্কুলে যান বালেশ্বরের জেলা শাসক। তিনি নিজে অভিভাবকদের সঙ্গে আলোচনা করেন।
মূলত গ্রামের লোকেরাই তাঁদের ছেলে-মেয়েদের ওই স্কুলে পাঠাতে রাজি হচ্ছিলেন না। কারণ, লোকমুখে ওখানে একটি ভয়ের কারণ তৈরি হয়েছিল। তাঁদের আশ্বস্ত করতেই স্কুল ভেঙে নতুন স্কুল তৈরির সিদ্ধান্ত ওড়িশা সরকারের।