রাস্তার খানাখন্দ নিয়ে এই দেশে অভিযোগ এবং প্রতিবাদ নতুন নয়। তবে, কেরালার মালাপ্পুরমের এক বাসিন্দা যেভাবে এই বিষয়টি নিয়ে অভিনব প্রতিবাদ জানালেন, তাতে নড়েচড়ে বসেছে নেটিজেনরা! স্থানীয় বিধায়ক ইউ এ লতিফের বাড়ির সামনে বসে যোগাসন করছিলেন হামজা পোরালি নামের ওই ব্যক্তি। তারপর এমন একটি কাজ করতে আরম্ভ করেন, যা দেখে পথচলতি মানুষরা চমকে উঠেছিলেন। পথের মাঝখানে বিরাট গর্ত, তাতে জমেছে বৃষ্টির জল। আর সেই জলেই স্নান সারছেন এক ব্যক্তি! ভাবটা এমন, যেন এটা কোনও জলাশয়। আসলে এর পিছনে উদ্দেশ্য একটাই। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা। রাস্তার মাঝখানে অতিকায় ওই গর্ত তৈরি হওয়ার পরও খেয়াল নেই সংশ্লিষ্ট দপ্তর বা প্রশাসনিক বিভাগের। আর সেই কারণেই এমন অভিনব প্রতিবাদের সাক্ষী হল কেরালা।
তবে, এতেই শেষ নয়! এরপর স্থানীয় বিধায়কের সামনে দাঁড়িয়েও যোগাসন করেন এবং একইভাবে স্নান করেন হামজা!
তাঁর এই অভিনব প্রতিবাদের ভিডিয়ো অচিরেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য, খারাপ রাস্তার অভিযোগে ইতিমধ্যেই চলতি মাসে একাধিক বিক্ষোভ-প্রদর্শনের সাক্ষী হয়েছে কেরালাবাসী। কয়েক দিন আগেই কেরলের ওই রাস্তায় স্কুটার দুর্ঘটনার শিকার হন এক ৫২ বছরের ব্যক্তি। তিনি ওই গর্তে পড়েই প্রাণ হারান। এরপর থেকেই জনরোষ ক্রমেই বাড়তে শুরু করে। অবশেষে এমন অভিনব প্রতিবাদ করে সাড়া ফেললেন হামজা।