উদয়পুরের পর অমরাবতী। নূপুর শর্মার (Nupur Sharma) সমর্থনে নেটমাধ্যমে পোস্ট করার ‘অপরাধে’ এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল মহারাষ্ট্রের অমরাবতীতে। ওই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে সরকার।
অমরাবতীর পুলিশ কমিশনার আরতি সিংহ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ২১ জুন। উমেশ প্রহ্লাদরাও কোলহে নামে এক কেমিস্ট খুন হন অমরাবতীতে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নূপুর শর্মার সমর্থনে নেটমাধ্যমে পোস্ট করার ফলেই তাঁকে খুন করা হয়েছে। এই ঘটনায় পাঁচ যুবককে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্তর নাম ইরফান খান (৩২)। তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ইরফান একটি এনজিও চালায় বলে জানিয়েছে পুলিশ।
Nupur Sharma Look out notice:হাজিরার সময়সীমা পার, নূপুর শর্মার বিরুদ্ধে কলকাতা পুলিশের লুক আউট নোটিশ
পুলিশ জানিয়েছে, অমরাবতী শহরে একটি ওষুধের দোকান চালাতেন কোলহে। নূপুর শর্মার মন্তব্যের সমর্থনে কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। পুলিশের দাবি, এর পরই কোলহেকে খুনের পরিকল্পনা করে ইরফান। এজন্য সে পাঁচজনকে টাকা দিয়ে ভাড়া করে। ২১ জুন রাত সাড়ে ১০টা নাগাদ কোলহেকে খুন করা হয়। সেই সময় তিনি দোকান থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন।
কোলহের ছেলে সঙ্কেতের অভিযোগের ভিত্তিতে পাঁচ যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্তরা সকলেই অমরাবতীর বাসিন্দা বলে জানা গিয়েছে। উল্লেখ্য, নূপুর শর্মার বিতর্কিত বক্তব্যের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অপরাধে কিছু দিন আগে রাজস্থানের উদয়পুরে এক দর্জিকে কুপিয়ে খুন করা হয়েছে।