দেশে থেকে বিদেশ যাবেন, তাও আবার সড়কপথে ! বাস্তবায়িত হতে আর মাত্র বাকি ৩-৪ বছর । তারপরেই ভারত থেকে সোজা থাইল্যান্ড পৌঁছে যেতে পারবেন গাড়ি চালিয়ে । এমনকী, কলকাতা, শিলিগুড়ি থেকে গাড়ি চালিয়ে ব্যাংকক যাওয়ার সুযোগ থাকছে । বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিকাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন'-র আওতায় একটি হাইওয়ে নির্মাণ করা হবে । যা ভারত ও থাইল্যাণ্ডের মধ্যে যোগাযোগ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা উন্নত করবে । ওই হাইওয়েই ছুঁয়ে যাবে কলকাতা, শিলিগুড়িকে । ইতিমধ্যেই সড় নির্মাণের কাজ শুরু হয়েছে বলে খবর ।
জানা গিয়েছে, ব্যাঙ্কক থেকে হাইওয়ে শুরু হবে। থাইল্যান্ডের মধ্যে দিয়ে কিছুটা অংশ অতিক্রম করে সেই হাইওয়ে মায়ানমারে প্রবেশ করবে। তারপর ঢুকে পড়বে ভারতে । হাইওয়েটি প্রায় ২৪০০ কিমি দীর্ঘ হবে । কোন কোন অংশে এই হাইওয়ে পড়বে জেনে নিন...
ব্যাংকক থেকে শুরু হবে এবং মায়ানমারের সুখোথাই, থাইল্যান্ডের মায়ে সোট, মান্দালে, ইয়াঙ্গুন, কালেওয়া এবং তামুর মতো শহরগুলিকে জুড়ে দেবে । এরপর ভারতের কোহিমা, মোরে, শ্রীরামপুর, গুয়াহাটি, কলকাতা এবং শিলিগুড়ির মধ্য দিয়ে যাবে ওই হাইওয়ে । জানা গিয়েছে, এর বেশিরভাগ অংশ ভারতে পড়বে, কম অংশটা থাইল্যাণ্ডে ।