অর্থের বিনিময়ে দেশের গুরুত্বপূর্ণ তথ্য পাচার করছিলেন পাকিস্তানে, এই অভিযোগে গ্রেফতার করা হল বিদেশ মন্ত্রকের এক কর্মীকে। দীর্ঘদিন ধরেই এই তথ্যপাচার পর্ব চলছিল বলে জানা গিয়েছে। বিদেশ দফতরের অতি সংবেদনশীল কিছু নথিও ছিল তার মধ্যে। শুক্রবার তাঁকে দিল্লির জওহরলাল নেহরু ভবন থেকে গ্রেফতার করা হয়। ধৃতের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে মামলা রুজু করেছে দিল্লি পুলিশ। তদন্তকারীদের দাবি, হানি ট্র্যাপের মাধ্যমে ধৃতের থেকে তথ্য আদায় করে পাক গুপ্তচররা। সূত্রের খবর, মহিলার ছদ্মবেশে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছিল পাক গুপ্তচর। পুনম শর্মা বা পুজা বলে নিজের পরিচয় দিয়েছিল ওই পাক গুপ্তচর।
বিদেশ দফতরে গাড়ি চালকের কাজ করতেন ওই অভিযুক্ত কর্মী। বিদেশ দফতরে গাড়ি চালানোর সুবাদে বহু মন্ত্রী, আমলাদের গুরুত্বপূর্ণ কথা শোনার সুযোগ হত তাঁর। সেই সুযোগই কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ নথি এবং তথ্য পাচার করা শুরু করেন তিনি। তথ্যের বিনিময়ে নিয়মিত অর্থও আসত তাঁর কাছে।