‘বোর’ লাগছিল, তাই একঘেয়েমি ও বিরক্তি কাটাতে বিমান ‘হাইজ্যাক হয়ে গিয়েছে’ (Hijack) বলে ট্যুইট করেছিলেন এক যাত্রী। ঘটনাটি ঘটেছে গত ২৫ জানুয়ারি। বিমান সংস্থা সূত্রে খবর, দুবাই থেকে আসা জয়পুরগামী একটি স্পাইসজেট (Spice Jet) বিমানে ঘটনাটি ঘটেছে। প্রতিকূল আবহাওয়ার কারণে বিমানটি জয়পুর না নেমে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে অবতরণ করে। এরপর ৯.৪৫ মিনিটে দিল্লিতে বিমানটি নামার পর প্রায় ৪ ঘণ্টা অপেক্ষা করে। এরপর আবহাওয়া অনুকূল হলে ফের বিমান ওড়ে দুপুর ১টা ৪০ নাগাদ। দীর্ঘক্ষণ বিমানে অপেক্ষা করতে করতেই নাকি ওই কাজ করে ফেলেছিলেন ২৯ বছরের ওই যাত্রী। যদিও বিমান নামতেই দিল্লি বিমানবন্দরে তাঁকে গ্রেফতারও করা হয়।
Nasal Vaccine: বাজারে এল কোভিডের ন্যাজাল ভ্যাকসিন, আনুষ্ঠানিক উদ্বোধন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর
টুইট প্রকাশ্যে আসতেই বিমান থেকে যাত্রীদের নামিয়ে চালানো হয় তল্লাশি। তন্ন তন্ন করে খোঁজা হয় সর্বত্র। পরে বোঝা যায় যুবকের টুইটটি ভুয়ো ,এরপরেও ক্ষুব্ধ যাত্রীরা অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয়।