বিজেপির মঞ্চে বিলকিস বানোর অন্যতম ধর্ষক। গুজরাতে বিজেপি সাংসদ যশবন্ত সিং ভাবরের সঙ্গে দেখা গিয়েছে শৈলেশ ছিমানলাল ভাটকে। যে বিলকিস বানোর অন্যতম ধর্ষক হিসেবে দোষী সাব্যস্ত।
বিলকিস বানো গণধর্ষণ ও হত্যাকাণ্ডে দোষীদের আগে মুক্তি দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়। সোমবার সেই শুনানি শুনবে সুপ্রিম কোর্ট। এর আগে শনিবার একটি অনুষ্ঠানে বিজেপি সাংসদের সঙ্গে ছবিতে দেখা যায় অন্যতম দোষী শৈলেশকে।
সোমবার সকালে এই ছবি টুইট করে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি লেখেন, "বিজেপি বিধায়ক ও সাংসদের সঙ্গে একই মঞ্চে বিলকিস বানোর ধর্ষক। আমি এই রাক্ষসদের জেলের ভিতর দেখতে চাই, তারপর চাবি ফেলে দিতে চাই। বিচারের নামে প্রতারণাকে প্রশ্রয় দেয় সরকার। এই সরকারকে ভোট না দিয়ে ক্ষমতাচ্যূত করা হয়েছে, দেখতে চাই। চাই ভারত তাঁর হারানো নীতিবোধ ফিরে পাক।"