দেশজুড়ে নারী নির্যাতন বাড়ছে । প্রায়ই ধর্ষণ,গণধর্ষণ, শ্লীলতাহানির অভিযোগের খবর প্রকাশ্যে আসছে । এরই মধ্যে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) একটি ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে । লখনউয়ে গরুকে (Cow) ধর্ষণের (Rape) অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে । ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । এই ঘটনা প্রমাণ করে দিল, শুধু মানুষ নয়, পশুরাও আর নিরাপদে নেই !
ঘটনাটি ঘটেছে ২৩ এপ্রিল । ওইদিন অভিযুক্তকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে তাঁরই প্রতিবেশী । এরপর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় । অভিযুক্তের প্রতিবেশী গরুর মালিককে খবর দেয় । অভিযুক্তের খোঁজ শুরু করে তাঁরা । পুলিশকে খবর দেওয়া হয় । পরে লখনউ-এর সরোজিনী নগরের দারোগা খেরা থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে । এই ঘটনার পর রীতিমতো উত্তেজনা ছড়ায় এলাকায় ।
আরও পড়ুন, Siliguri News : ছুটলেন ধুতি পড়ে, রাস্তায় চোর ধরে ভাইরাল শিলিগুড়ির ৯২ বছরের অমলেন্দু সুর
সপ্তাহ দুয়েক আগে মহারাষ্ট্রে একটি গোসাপকে (Lizard) গণধর্ষণের অভিযোগ উঠেছিল ৪ জনের বিরুদ্ধে । চারজনকেই গ্রেফতার করা হয় । এমনকী, অভিযুক্তরা ঘৃণ্য কাজের ভিডিও মোবাইলে রেকর্ড করেছিল । সেই রেকর্ডিং পাওয়া গিয়েছে । তার ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করে । ঘটনাটি ঘটেছিল মহারাষ্ট্রের সাহিদারি টাইগার রিজার্ভ ফরেস্ট (Sahydari Tiger Reserve) লাগোয়া গোথানে গ্রামে ।