ফ্লাইওভার দিয়ে চলেছে গাড়ি। সেই গাড়ির দু'পাশে দুটো চলন্ত স্কুটি। ওই চলন্ত স্কুটি থেকেই সপাটে গাড়ির দরজায় লাথি মারছে এক স্কুটিচালক। অন্য স্কুটি থেকে তার ভিডিয়ো করছে আরও কয়েকজন। শুনে মনে হচ্ছে কোনও সিনেমার শুটিং? মনে হওয়াই স্বাভাবিক। কিন্তু তা নয়! এ একেবারে খাঁটি বাস্তবের দৃশ্য! সমস্ত ট্রাফিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চলা এই ঘটনাটির ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ। তারপরই ঘটনাটি নিয়ে সরব হন নেটিজেনরা।
ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। অভিযুক্তদের গ্রেফতারও করেছে পুলিশ। ভিডিয়োটি শেয়ার করে বেঙ্গালুরু পুলিশের পক্ষ থেকে লেখা হয়- 'রাস্তাঘাটে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে, জেলের ঘানিই ভবিষ্যৎ। স্টান্ট সিনেমাতেই ভাললাগে। বাস্তবে নয়'