চাষের জমিতে খেলতে খেলতে ৫০ ফুট গভীর কূপে পড়ে গেল ৬ বছরের শিশু। জানা গিয়েছে, ৬ সেন্টিমিটার ব্যাসযুক্ত ওই কূপের ভিতর আটকে পড়েছে ওই শিশুটি। তড়িঘড়ি তাঁকে উদ্ধারের কাজ শুরু করেছে প্রশাসন। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রেবা জেলায়।
রেবার অতিরিক্ত পুলিশ সুপার অনিল সোনকার জানিয়েছেন, শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে। স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে দুটি যন্ত্র এনে উদ্ধারকাজ চলছে। খুব শিগগরিই শিশুটিকে উদ্ধার করা সম্ভব হবে বলে জানিয়েছেন অনিল। ঘটনাস্থলে গিয়েছেন রেবার বিজেপি সাংসদ সিদ্ধার্থ তিওয়ারিও।