Ghaziabad murder: গাড়ি পার্ক করা নিয়ে ঝামেলা, ইট দিয়ে থেঁতলে মারা হল প্রাক্তন পুলিশকর্মীর পুত্রকে

Updated : Nov 03, 2022 12:41
|
Editorji News Desk

গাড়ি পার্ক করা নিয়ে ঝামেলা ও বাকবিতন্ডা নতুন কিছু নয়। অন্তত, শহরাঞ্চলে এই দৃশ্যের সম্মুখীন হতে হয় অহরহই। কিন্তু, সেই ঝামেলা থেকেই হাতাহাতি এবং তারপর বেমক্কা খুন হয়ে যাওয়ার ঘটনা ঘটল উত্তরপ্রদেশের গাজিয়াবাদের টিলা মর এলাকায়। ঘটনার পর ভাইরাল হয়েছে ওই সময়ের একটি ভিডিয়ো। ওই ঘটনার সময় পাশ দিয়ে গাড়ি করে যাচ্ছিলেন এক আরোহী। তিনিই সেই দৃশ্যের ভিডিয়ো করেন। যা অচিরেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

জানা গিয়েছে, গাজিয়াবাদের একটি রেস্তোরাঁর সামনে ঘটনাটি ঘটেছে। মৃত ব্য়ক্তির নাম বরুণ। বয়স ৩৫ বছর। তাঁর বাবা দিল্লি পুলিশের অবসরপ্রাপ্ত কর্মী। জানা গিয়েছে, বরুণের মাথায় ইটের আঘাত করা হয়। এর জেরে তাঁর মাথা থেতলে যায় এবং তাঁর মৃত্যু হয়।

পেশায় দুধ ব্যবসায়ী বরুণ। মঙ্গলবার রাতে তিনি ধাবার সামনে নিজের গাড়িটি রেখেছিলেন। অভিযোগ, বরুণ এমন ভাবে গাড়িটি দাঁড় করান যে তাতে পাশে রাখা গাড়ির দরজা খোলা যাচ্ছিল না। সেখান থেকেই দুই গাড়ির মালিকের বচসা শুরু হয়। তা গড়ায় হাতাহাতিতে। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, হাতাহাতি চলাকালীনই বরুণকে মাটিতে শুইয়ে ফেলে ইট দিয়ে মাথায় আঘাত করছেন এক ব্যক্তি।

রাস্তায় প্রকাশ্যে এভাবে খুনের ঘটনা ঘটায় গাজিয়াবাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে পুলিশের পাঁচটি দল তল্লাশি চালাচ্ছে। তবে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকার অভিযোগ উঠেছে।

GhaziabaadcrimeDeathDelhi

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক