রাজস্থানের কোটায় অস্বাভাবিক মৃত্যু হল বাংলা থেকে পড়তে যাওয়া এক পড়ুয়ার। তাঁর নাম ফৌরিদ হোসেন। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিতেই কোটার একটি কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলেন। বাড়ি ভাড়া নিয়ে ওয়াকফ নগর এলাকায় থাকতেন তিনি। সোমবার রাতে সেখান থেকেই ওই পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।
মৃত পড়ুয়ার সঙ্গীরা জানিয়েছেন, সোমবার বিকেল থেকে ফৌরিদের ঘর বন্ধ ছিল। খবর দেওয়া হয় ওই বাড়ির মালিককে। তিনি পুলিশে খবর দেন। পুলিশ দরজা ভেঙে দেখে সিলিং থেকে ঝুলছে ফৌরিদ।
ফৌরিদের বাড়ি পশ্চিমবঙ্গের কোথায় তা এখনও জানা যায়নি। এদিকে কোটায় একের পর এক ছাত্রমৃত্যু নিয়ে উদ্বিগ্ন অনেকেই। এখনও পর্যন্ত চলতি বছরে সেখানে মৃত্যু হয়েছে ২৮ জনের।
ডাক্তারি ও ইঞ্জিয়ারিং প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিতেই অনেকে কোটার কোচিং সেন্টারে ভর্তি হন। কিন্তু ওই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির চাপ সহ্য করতে না পেরে অনেকেই আত্মহত্যা করেন বলে অভিযোগ।