রবিবার নতুন সংসদ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । অবশেষে পাকাপাকিভাবে প্রতিষ্ঠিত হল স্বর্ণদন্ড 'সেঙ্গোল' । দেশের বিভিন্ন রাজ্যের বিখ্যাত উপকরণ নিয়ে তৈরি হয়েছে নতুন সংসদ ভবন । তার মধ্যে নজর কেড়েছে সংসদ ভবনের কার্পেট । লোকসভা ও রাজ্যসভার বিছানো কার্পেটগুলি উত্তরপ্রদেশ থেকে আনা হয়েছে । জানা গিয়েছে, সে রাজ্যের ৯০০ জন শিল্পী মিলে এই উৎকৃষ্ট মানের হাতে বোনা কার্পেটগুলি তৈরি করেছেন । প্রায় ১০ লক্ষ ঘণ্টা কাজ করে চোখ ধাঁধানো কার্পেট গুলি তৈরি করেছেন তাঁরা ।
নতুন সংসদের নিম্নকক্ষের নকশা ভারতের জাতীয় পাখি ময়ূর থিমের উপর তৈরি করা হয়েছে । আর উচ্চকক্ষ রাজ্যসভার অন্দরের নকশা তৈরি হয়েছে জাতীয় ফুল পদ্মের থিমে । কার্পেটেও সেই নকশার বুনন রয়েছে । ১০০ বছরের বেশি পুরনো একটি সংস্থা এই কার্পেট তৈরি করেছে । তাঁরা জানিয়েছেন, লোকসভা ও রাজ্যসভা প্রতিটি কক্ষের জন্য ১৫০টা করে কার্পেট তৈরি করা হয়েছে ।
জানা গিয়েছে,রাজস্থানের সরমথুরা থেকে লাল এবং সাদা বেলেপাথর এনে তৈরি হয়েছে সংসদ ভবনের একাংশ। ভবনের ভিতরে থাকা সমস্ত আসবাবপত্র তৈরি হয়েছে বাণিজ্যনগরী মুম্বইতে। ভবনের পাথরের ‘জালি’র কাজগুলি রাজস্থানের রাজনগর এবং উত্তরপ্রদেশের নয়ডা থেকে আনানো হয়েছে ।