বয়লার ফেটে উত্তরপ্রদেশের হাপুর জেলায় কমপক্ষে নয় শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মৃতের সংখ্য়া আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। কারণ, বিস্ফোরণের পর কারাখানার মধ্যে দশের বেশি শ্রমিক আটকে আটকে আছে বলে প্রশাসন সূত্রে খবর। মোট ২৫ জন শ্রমিক এদিন কারখানায় কাজ করছিলেন।
ধৌলানি শিল্পাঞ্চলের এই কারখানায় মূলত বৈদ্যুতিক সরঞ্জাম তৈরি হত। এদিন দুপুর নাগাদ বিস্ফোরণ হয়। ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ। ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
দমকল সূত্রে খবর, কারখানার ঠিক পাশে একটি পেট্রল পাম্প আছে। তার জেরে পরিস্থিতি জটিল হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু তার আগেই আগুন আয়ত্তে আসে। পুলিশ সূত্রে খবর, ১৪ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বিস্ফোরণের জন্য যাঁরা দায়ী, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলেও জানানো হয়েছে হাপুর পুলিশের তরফে।