উত্তরাখণ্ডের নৈনিতালে সড়ক দুর্ঘটনায় (Uttarakhand Road Accident) মর্মান্তিক মৃত্যু ৯ জনের। জানা গিয়েছে, নৈনিতালের রামনগরে ঢেলা নদীতে পড়ে যায় একটি গাড়ি। গাড়িটিতে মোট ১০ জন ছিলেন। ৯ জন ঘটনাস্থলে মারা গেলেও সেখান থেকে উদ্ধার করা হয়েছে এক নাবালিকাকে। তার অবস্থা আশঙ্কাজনক।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, প্রবল বৃষ্টিতে ফুঁসছে নৈনিতালের ঢেলা নদী। শুক্রবার নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি নদীতে পড়ে যায়। যাত্রীদের মধ্যে এই নাবালিকা সহ মোট ৫ জন মহিলা ছিলেন। নিহতদের মধ্যে ৮জনই পঞ্জাবের পাতিয়ালার বাসিন্দা।
আরও পড়ুন: বিবেকে আঘাত, বেতনের ২৪ লক্ষ টাকা ফেরালেন বিহারের অধ্যাপক
জানা গিয়েছে, দুর্ঘটনাস্থলের রাস্তা জিম করবেট ন্যাশনাল পার্কের দিকে যাওয়ার পথ। বৃষ্টিতে রাস্তার ওপর জল উপচে পিচ্ছিল হয়ে গিয়েছিল। আলাদা করে নদী কোনটা বোঝাই মুশকিল। দীর্ঘদিন ধরেই এই এলাকায় সেতু তৈরির পরিকল্পনা হয়েছিল। আগেও এখানে বড় দুর্ঘটনা ঘটেছে।