নয়ডায় বছর সতেরোর এক নাবালিকাকে সাত বছর ধরে ডিজিটাল ধর্ষণের (Digital Rape) অভিযোগ । ঘটনায় ৮১ বছরের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ । নাবালিকার (Digital Rape of Minor in Noida) অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে ৩৭৬ (ধর্ষণ)-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে নয়ডা পুলিশ ৷
মরিস রাইডার নামে ওই অভিযুক্ত একজন শিল্পী ও শিক্ষকও । নির্যাতিতার বয়স এখন ১৭ বছর হলেও, মাত্র ১০ বছর বয়সে থেকেই মরিসের নির্যাতনের (Digital Rape in Noida) শিকার হয়েছে সে । জানা গিয়েছে, মরিস, নির্যাতিতার বাবার বন্ধু । ২০ বছর ধরে তাঁদের সঙ্গে পরিচয় রয়েছে অভিযুক্তের ।
আরও পড়ুন, Karnataka News : মাঝ রাস্তায় মহিলাকে কিল, চড়, পেটে লাথি, চুপচাপ দাঁড়িয়ে দেখল পথচারীরা !
এতবছর ভয়ে চুপ থাকলেও, অবশেষে মা-বাবাকে সবটা জানায় ওই নির্যাতিতা । এরপর তাঁরা পুলিশে অভিযোগ দায়ের করেন । অভিযোগের ভিত্তিতে, অভিযুক্তকে গ্রেফতার করে লোকাল সেক্টর ৩৯ থানার পুলিশ । অভিযুক্তকে গ্রেফতারের পর তাকে স্থানীয় আদালতে পেশ করা হয় । বিচারক তাকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন ।
উল্লেখ্য, "ডিজিটাল রেপ" শব্দের অর্থ হল যৌনাঙ্গের পরিবর্তে শরীরে অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের (যেমন হাত বা পায়ের আঙুল, গোড়ালি ) মাধ্যমে ধর্ষণ । আগে এ ধরনের অপরাধ ধর্ষণের আওতায় পড়েনি । নির্ভয়া কাণ্ডের পর ২০১২ সালে 'ডিজিটাল রেপ'-কে আইনের আওতায় আনা হয় ৷ যদিও দেশে, "ডিজিটাল রেপ" শব্দের ব্যবহার সেভাবে করা হয় না । আর এখনও পর্যন্ত দেশে এই ধরনের অপরাধ খুব কম ।