ফের বাড়ছে ওষুধের দাম । বিভিন্ন ধরনের অ্যান্টি-বায়োটিক, পেইনকিলার-সহ মোট ৮০০ ওষুধের দাম বাড়ানো হয়েছে । ১ এপ্রিল থেকে নতুন দাম কার্যকর হচ্ছে । জানা গিয়েছে, ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথোরিটির তরফে জানানো হয়েছে, ওষুধের দাম ০.০০৫৫ শতাংশ বাড়ছে । ফলে মাথায় হাত মধ্যবিত্তদের ।
প্যারাসিটামল, অ্যাজিথ্রোমাইসিন-সহ বেশ কিছু স্টেরয়েড, ভিটামিন, মিনারেল জাতীয় ওষুধের দাম বাড়াচ্ছে এনপিপি ।
এনপিপি প্রতিবছরই ওষুধের দাম বাড়ায় । পাইকারি মূল্যসূচকের উপর ভিত্তি করে দাম বাড়ানো হয় । উল্লেখ্য়, ২০২২ সালে ওষুধের দাম বেড়েছিল ১০ শতাংশ । ২০২৩ সালে ওষুধের দাম প্রায় ১২ শতাংশ বৃদ্ধি পায় ।