বাজেট প্রস্তাবে সপ্তম পে কমিশনের (7th pay commission) সুপারিশ মেনে নিতে পারে কেন্দ্র (Center)। যার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন (Minimum Salary) বাড়ানো হতে পারে সংসদে।
সূত্রের খবর, কমিশনের সুপারিশ মেনে ন্যূনতম মূল বেতন ১৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৬ হাজার টাকা করা হতে পারে।
সরকারি কর্মচারীদের 'ফিটমেন্ট ফ্যাক্টরে' বদল ঘটাতে পারে মোদী সরকার। আর এই ফিটমেন্ট ফ্যাক্টরের বদল হলেই ৩০ শতাংশ বাড়তে পারে কর্মীদের বেতন।
আরও পড়ুন- বাজেট অধিবেশনের দিনক্ষণ ঘোষণা, কবে পেশ হবে ইউনিয়ন বাজেট, জেনে নিন
উল্লেখ্য, আগেই কর্মচারী ইউনিয়নগুলি ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ গুণ থেকে বাড়িয়ে ৩.৬৮ গুণ করার জন্য দাবি জানিয়েছিল। কিন্তু সপ্তম পে কমিশন অনুযায়ী, বর্তমান 'ফিটমেন্ট ফ্যাক্টর' ২.৫৭ গুণ।