স্বাধীনতার ৭৭ বছর পার হয়ে, ৭৮ বছরে পা। ১৯৪৭ সালের ১৫ অগাস্ট দু'শো বছরের পরাধীনতার নাগপাশ ছিন্ন করে স্বাধীনতার স্বাদ পেয়েছিল ভারতবাসী। হাজার হাজার শহীদের রক্ত ব্যর্থ হয়নি সেদিন। দীর্ঘ ২০০ বছর ধরে চলেছে মুক্তি অর্জনের লড়াই। সন্ন্যাসী ফকির বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, সশস্ত্র বিপ্লববাদী লড়াই, ভারত ছাড়ো আন্দোলন, আজাদ হিন্দ ফৌজের সংগ্রাম সহ অসংখ্য লড়াই লিখেছে নতুন ইতিহাস। লালকেল্লা থেকে নামতে বাধ্য হয়েছে ইউনিয়ন জ্যাক।
এই বিশেষ দিনে তেরেঙ্গায় সাজে দেশ। স্বাধীনতার মুক্তিকামী বীর যোদ্ধাদের নতমস্তকে স্মরণ করার দিন আজ। তবে এই বছরের স্বাধীনতার ভোর অন্য কারণে হয়ে থাকবে ঐতিহাসিক। স্বধীনতা দিবসের প্রাক লগ্ন থেকেই নারী স্বাধীনতা, সুরক্ষা, নিরাপত্তার দাবিতে পথে নেমেছে বাংলার মেয়েরা। তাঁদের হাত ধরেই এবছর স্বাধীনতার সূর্য উঠল বাংলা সহ গোটা দেশেই।
১৫ অগাস্ট ছুটির দিন । জাতীয় ছুটি হিসাবে দিনটি পালন করা হয় । এদিন,সাধারণত, স্কুল-অফিস-কাছারি বন্ধ থাকে । তবে,স্কুল বন্ধ থাকলেও পতাকা উত্তোলন থেকে প্যারেড, স্বাধীনতা দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয় স্কুলগুলিতে । এদিন, দেশের বিভিন্ন প্রান্তে চলে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান-কর্মসূচি ।