ভারতীয় গণতন্ত্রে নয়া নজির নরেন্দ্র মোদী। জহরলাল নেহরুর পর তিনি দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি পর পর তিনবার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন। রবিবার সন্ধ্যায় রাইসিনা হিলসে তাঁর শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন কোণের মানুষ। উপস্থিত ছিলেন সাত দেশের রাষ্ট্রনায়করা। মোদীর এই নজিরের দিনে তাঁর মন্ত্রিসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী ৩৬ বছরের রামমোহন নায়ডু। ২৮ পর বাবা ইয়েরান নাইডুর রেকর্ড ভাঙলেন ছেলে রামমোহন। দেবগৌড়া সরকারের সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন তেলগু দেশমের ইয়রান নাইডু।
৫০ জন ক্যাবিনেটমন্ত্রী সহ তৃতীয়বার দিল্লির মসনদে এবার মোদী মন্ত্রিসভা ৭১ জনকে নিয়ে। যেখানে রয়েছেন দেশের ২৪ রাজ্যের প্রতিনিধি। মন্ত্রী করা হয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের ১১ জন শরিক থেকেও। অমিত শাহ, রাজনাথ সিং, নির্মলা সীতারমণের পাশাপাশি এবার মোদী মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তালিকায় রয়েছেন মনোহরলাল খট্টর, শিবরাজ সিং চৌহান এবং জিতিনরাম মাঝি।
বাংলা থেকে এবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় বাংলার মুখ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী শান্তনু ঠাকুর। তবে, শপথ অনুষ্ঠানের দিনে খটকা এনসিপির অজিত পওয়ার গোষ্ঠীকে নিয়ে। মন্ত্রীত্ব পছন্দ না হওয়ায় রাইসিনা আসেনি তাদের কোনও প্রতিনিধি।