এখনও করোনা ভীতি কাটেনি মানুষের মন থেকে। এরই মাঝে আরও ভয়ানক ভাইরাসের আবির্ভাবে কপালে ভাঁজ চিকিৎসকদের। ব্রিটেনের স্বাস্থ্য দফতরের নয়া আতঙ্ক ডিজিজ় X ভাইরাস। মনে করা হচ্ছে এই ভাইরাস আরও বেশি ভয়ানক আরও বেশি প্রাণঘাতী।
আরও পড়ুন: Train Ticket Booking App: অনলাইন ট্রেন টিকিট বুকিংয়ের সুবিধা দিচ্ছে জনপ্রিয় এই অ্য়াপ, জানুন পদ্ধতি
ব্রিটেনের ভ্যাকসিন টাস্ক ফোর্সের প্রধান ডেম কেট বিংহাম সম্প্রতি জানিয়েছেন, আরও বড় অতিমারী হানা দিতে পারে পৃথিবীর বুকে। যার জেরে প্রাণ হারাতে পারেন প্রায় ৫ কোটি মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ এর দাবি, এই ভাইরাসে করোনার থেকে ৭ গুণ বেশি মানুষ প্রাণ খোয়াতে পারেন। মনে করা হচ্ছে এই ভাইরাস অতিমারীর আকার নিতে পারে, তাই এর নাম রাখা হয়েছে ডিজিজ় এক্স।