Indian Army Jawan Death: অরুণাচলের তুষারধসে মৃত্যু ৭ নিখোঁজ জওয়ানের, শোকপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

Updated : Feb 08, 2022 20:45
|
Editorji News Desk

তুষারধসে প্রাণ হারালেন নিখোঁজ ৭ জওয়ান। মঙ্গলবার ভারতীয় সেনার (Indian Army) পক্ষ থেকে একথা জানানো হয়েছে। ইতিমধ্যে তাঁদের দেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। টুইট করে তিনি জানিয়েছেন, "অরুণাচল প্রদেশে সাত সাহসী জওয়ানের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তুষারধসের মধ্যে ডিউটি করছিলেন তাঁরা। আমাদের জওয়ানরা নিঃস্বার্থভাবে দেশকে নিরাপদ রাখার কাজ করে যাচ্ছেন। সবাইকে স্যালুট করি। মৃত জওয়ানদের পরিবার ও সহকর্মীদের সমবেদনা।"

উল্লেখ্য, মঙ্গলবার সকালেই খবর পাওয়া যায়, ভয়াবহ তুষারধসে (Snow Storm) ভারতীয় সেনাবাহিনীর ৭ জওয়ানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অরুণাচল প্রদেশের কামেং সেক্টরের দুর্গম পাহাড়ি এলাকায় তুষার ধস নামে। নিখোঁজ ৭ জওয়ানের খোঁজে উদ্ধারকারী দল তল্লাশি শুরু করে। ভারতীয় সেনার তরফে জানানো হয়, বরফের নীচে চাপা পড়েছেন ৭ জওয়ান। সেনার স্পেশাল ফোর্স হেলিকপ্টার নিয়ে এলাকায় তল্লাশি চালায়।

আরও পড়ুন: অরুণাচলে ভয়াবহ তুষারধস, নিখোঁজ সেনার সাত জওয়ান

তুষারধসে এর আগেও একাধিক জওয়ান প্রাণ হারিয়েছেন। ২০২০ সালের মে মাসে একটি দল তুষারধসের মুখে পড়েছিল। সেবারও মৃত্যু হয় দুই জওয়ানের। গত বছরের অক্টোবরে উত্তরাখণ্ডের মাউন্ট ত্রিশূলে তুষারধসে নৌ-বাহিনীর ৫ আধিকারিক আটকে পড়েন। একটি অভিযানে গিয়েছিলেন তাঁরা। পরে তাঁদের দেহ উদ্ধার হয়। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে সংসদে জানা যায়, ২০১৯ সালে সিয়াচেন হিমবাহে তুষারপাত এবং তুষারধসের কারণে মোট ৬ জওয়ানের মৃত্যু হয়েছে। দেশের অন্যত্র এই ধরনের ঘটনায় মোট ১১ জন জওয়ান প্রাণ হারিয়েছেন।

Mamata BanerjeeArunachal PradeshIndian army

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক